শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিজিবি

হিলি সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৯, ১:৩৭ পিএম

জয়পুরহাট-২০বিজিবি ব্যাটালিয়নের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় সীমান্তের চেকপোষ্ট গেটের শুন্যরেখায় বিজিবির হিলি বিওপি ক্যাম্প কমান্ডার শাহ আলম ভারতের হিলি বিএসএফের কোম্পানি কমান্ডার এসি জদদিশ প্রসাদ দুবাহিনীর পক্ষে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় বিজিবির পক্ষ থেকে বিএসএফের হাতে ১০ প্যাকেট মিষ্টি তুলে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর শূভেচ্ছা জানান ও একে অপরের সহিত কুশল বিনিময় করেন।

বিজিবির হিলি বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার শাহ আলম জানান, সীমান্তে সৌহাদ্য, সম্প্রতি, ভাতৃত্ববোধ বজায় রেখে দুবাহিনী যেন তাদের কাজ করতে পারে এলক্ষ্যে দুদেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলিতে সীমান্তে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে থাকে। এ ধরনের রেওয়াজ দীর্ঘদিন ধরেই হিলি সীমান্তে দুবাহিনীর মাঝে চলে আসছে, এতে করে দুবাহিনীর মাঝে সম্পর্ক আরো সুদৃঢ় হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন