দৈনিক ইনকিলাবে গত বৃহস্পতিবার ‘টাকার পাহাড়ে মিটার রিডার মনিরুল রেলের রিডিংয়ের ঘাপলায় রাজস্ব হারাচ্ছে সরকার’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মোঃ মনিরুল ইসলাম। দৈনিক ইনকিলাবে পাঠানো এক প্রতিবাদে তিনি বলেন, বর্তমানে আমার নামে কোন ফ্ল্যাট নেই এবং রেলের মিটার রিডিং সংক্রান্ত বিদ্যুৎ বিল কর্তন চলমান প্রক্রিয়াধীন অবস্থায় বিদ্যমান থাকে। যদি কোন বাসা বরাদ্দকারীর মিটার রিডিং বিল বকেয়া থেকেও থাকে তাহলে বাসা ছেড়ে দেয়ার পরে বেতন থেকে বিল কর্তন করা হয়। তাই এখান থেকে কোনভাবেই বিল তসরুফের মাধ্যমে সরকারি রাজস্ব ক্ষতি করার কোন সুযোগ নাই। একটি বিশেষ মহল অসৎ উদ্দেশ্যে আমার ব্যক্তি ভাবমূর্তি ক্ষুন্ন ও তাদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করতে এবং আমাকে হেয় প্রতিপন্ন করতে চক্রান্তে লিপ্ত।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন