স্টাফ রিপোর্টার : গত ২৮ অক্টোবর শুক্রবার “কক্সবাজার বিমানবন্দরে জেনারেটার ক্রয়ে দুর্নীতির তদন্ত রিপোর্ট প্রকাশের দাবী” শিরোনামে দৈনিক ইনকিলাবে প্রকাশিত সংবাদটির প্রতিবাদ জানিয়েছে সিভিল এভিয়েশনের প্রকৌশল বিভাগ। প্রতিবাদ লিপিতে বলা হয়েছে, প্রকাশিত প্রতিবেদনটি সঠিক নয়। কক্সবাজার বিমানবন্দরে জেনারেটার ক্রয়ে যে দুর্নীতি ও অনিয়মের কথা বলা হয়েছে তা আদৌ সঠিক নয়। একটি কুচক্রীমহলের মিথ্যা অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটিও করা হয়। কিন্তু তদন্ত প্রতিবেদনে কোন ধরনের অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি। এছাড়া প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, দুর্নীতির তদন্ত প্রতিবেদন প্রকাশের জন্য সংসদীয় কমিটি দাবী জানিয়েছে। তা সঠিক নয়। সিভিল এভিয়েশন প্রকৌশল বিভাগ প্রতিবাদ লিপিতে আরো বলেছে, সিভিল এভিয়েশনের ভাবমর্যাদা বিনষ্ট করতে একটি মহল মিথ্যা তথ্য সরবরাহ করে এ ধরনের বানোয়াট রিপোর্ট করার নামে প্রতারণা করেছে।
প্রতিবেদকের বক্তব্য :
প্রকাশিত প্রতিবেদনটি মন্ত্রণালয় ও সংসদীয় কমিটির নোটিশের ভিত্তিতে। কারো ভাবমর্যাদা বিনষ্ট বা কারো মাধ্যমে প্ররোচিত হয়ে এ রিপোর্ট করা হয়নি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন