পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, যুক্তরাষ্ট্রে বর্তমানে পাকিস্তানের তুলনায় ভারতের লবি অনেক বেশি শক্তিশালী। বিষয়টি যুক্তরাষ্ট্রের পাকিস্তান নীতির ওপরে প্রভাব পড়ে। সেই কারণে বিভিন্ন ইস্যুতে নয়াদিল্লির অবস্থানের কাছে ইসলামাবাদের মতামত চাপা পড়ে যায় বলে মন্তব্য করেন ইমরান খান।
সম্প্রতি উত্তর আমেরিকায় পাক বংশোদ্ভূত চিকিৎসকদের সংগঠন ‘ফিজিশিয়ান্স অব পাকিস্তানি ডিসেন্ট অব নর্থ আমেরিকা’ (এপিপিএনএ) আয়োজনে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।
ওই অনুষ্ঠানে পাক-ভারতের বর্তমান সম্পর্ক নিয়ে কথা বলেন ইমরান। তিনি বলেন, পাক-ভারত সংকট নিয়ে কোনো ইস্যু যুক্তরাষ্ট্রের কাছে গেলে নয়াদিল্লির প্রভাবে তা আর ইসলামাবাদের পক্ষে আসে না। সেখানে ভারতের লবি পাকিস্তানের চেয়ে অনেক শক্তিশালী। এ জন্য ইসলামাবাদের সঙ্গে ওয়াশিংটনের দ্বিপক্ষীয় সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ছে।
এর পর অনুষ্ঠানে ওই সংগঠনের সদস্যদের যুক্তরাষ্ট্রে পাকিস্তানের লবি আরও শক্তিশালী করার জন্য পদক্ষেপ গ্রহণ করতে আহ্বান জানান ইমরান খান। অনুষ্ঠানে এমন আহ্বানের পাশাপাশি ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয়াসহ সম্প্রতি ভারতে পাস হওয়া মুসলিমবিদ্বেষী নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলে সরব হন ইমরান খান।
প্রসঙ্গত গত ৫ আগস্ট ভারতের সংসদে ৩৭০ ধারা বাতিল করে কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয়ার পর থেকে পাক-ভারত সম্পর্কের উত্তেজনার পারদ চরমে উঠেছে।
ইস্যুটি আন্তর্জাতিক দাবি করে ভারতের একার সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয় বলে জাতিসংঘে অভিযোগ করেন ইমরান খান। এ ইস্যুতে আন্তর্জাতিক ক্ষেত্রেও নিজেদের পক্ষে জনমত তৈরির চেষ্টা করে পাক সরকার।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন