শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক হলেন রোকেয়া খাতুন

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৯, ৭:২৯ পিএম

দীর্ঘদিন গভর্নর সচিবালয়ে কর্মরত থাকা উপ-মহাব্যবস্থাপক রোকেয়া খাতুন মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পেয়ে গভর্নর সচিবালয়ের পলিসি সাপোর্ট উইং (পিএসডব্লিউ) এ ন্যস্ত হয়েছেন। সোমবার (৩০ ডিসেম্বর) তিনি পদোন্নতি পান। রোকেয়া খাতুন ১৯৮৫ ও ১৯৮৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যথাক্রমে অর্থনীতিতে (সম্মান) ও ¯œাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি ১৯৯২ সালে বাংলাদেশ ব্যাংকে প্রথম শ্রেণির কর্মকর্তা সহকারী পরিচালক (গবেষণা) পদে যোগদান করেন। রোকেয়া সামষ্টিক অর্থনৈতিক উপাত্ত সংকলন ও বিশ্লেষণে দক্ষ ও বিশেষ পারদর্শী। তিনি কর্তৃপক্ষের চাহিদামতো ধারাবাহিক কেন্দ্রীয় ব্যাংকিং নীতি সংক্রান্ত বিশ্লেষণধর্মী পলিসি নোট প্রস্তুত করেন। দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে তার বেশ কিছু পেপার প্রকাশিত হয়েছে। দাপ্তরিক প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়ামে এবং ধর্মীয় অনুষ্ঠান সম্পাদনে তিনি সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ভারত, নেপাল, মালয়েশিয়া, তুরস্ক, সউদী আরব ও আমেরিকা সফর করেন। রোকেয়া দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর স্বামীও বাংলাদেশ ব্যাংকে মহাব্যবস্থাপক পদে কর্মরত রয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন