শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সার বোঝাই লাইটার জাহাজ এমভি নিউ পারভিন-২ এর উদ্ধার কাজ শুরু

মংলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২০, ২:৪৮ পিএম

সার বোঝাই লাইটার জাহাজ ”এমভি নিউ পারভিন-২” এর উদ্ধার কাজ শুরু করেছে আমদানীকারক প্রতিষ্ঠান। ভাটার সময় নদীর পানি কম থাকায় সার উদ্ধার কাজ করতে পেরেছে উদ্ধারকারীরা । লাইটার জাহাজে বোঝাই থাকা সার অন্য একটি লাইটার জাহাজে সরিয়ে ফেলা হচ্ছে। শনিবার সকাল থেকে আমদানি কারক প্রতিষ্ঠান মেসার্স পোটন ট্রেডাসের নিয়োগ করা ৪০ জন শ্রমিক সার অপসারণের কাজ শুরু করেছে।

কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট ইমতিয়াজ আলম জানান, উদ্ধার করা ১৪ জন নাবিককে জাহাজ মালিকের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে । ঘন কুয়াশায় দিক হারিয়ে কার্গো জাহাজটি দুর্ঘটনার শিকার হয়। তিনি আরও বলেন, “শুক্রবার ভোরে বন্দরের ফেয়ারওয়ে সংলগ্ন মেহের আলী চর এলাকায় ‘নিউ পারভিন-২’ নামে একটি কার্গো জাহাজ কাত হয়ে থাকতে দেখে কোস্টগার্ডের টহলরত সদস্যরা ওই জাহাজের ১৪ জন নাবিককে নিরাপদে সরিয়ে এনে নিরাপদে রাখে।

এদিকে মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার ফকর উদ্দিন জানান, “গত ১ জানুয়ারি রাতে বন্দরের ফেয়ারওয়েতে অবস্থানরত লাইব্রেরিয়ান পতাকাবাহী জাহাজ ‘এমভি এন্টিগোনি’ থেকে সার নিয়ে ‘নিউ পারভিন-২’ নামের কার্গো জাহাজ খুলনার দিকে যাচ্ছিল। মাঝপথে ঘন কুয়াশায় দিক হারিয়ে বন্দর চ্যানেল ফেয়ারওয়ের বাইরে দুর্ঘটনার কবলে পড়ে নিউ পারভিন-২।

আমদানীকারক প্রতিষ্ঠান মেসার্স পোটন ট্রেডাসের পক্ষ থেকে বলা হয়েছে , লাইটারেজ জাহাজটি ডুবে যায়নি, ডুব চরে আটকে কাত হয়ে গিয়েছিল ।পরে জাহাজটি উদ্ধারে শনিবার সকাল থেকে তাদের নিয়োগ করা ৪০ জন শ্রমিক সার অপসারনের কাজ শুরু করেছে। ২শ’ মেট্রিকটন সার অপসারন করা হলে আটকে পড়া লাইটার ”নিউ পারভিন-২” স্বাভাবিক ভাবে নিজ গন্তব্যে যেতে পারবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন