শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

গোল্ডেন গ্লোবের মঞ্চে প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২০, ৪:১৪ পিএম
গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে হাজির হয়ে আলোচনার কেন্দ্রে উঠে এলেন প্রিয়াঙ্কা চোপড়া। স্বামী নিক জোনাসকে নিয়ে প্রিয়াঙ্কা যখন ৭৭তম গোল্ডেন গ্লোব অ্য়াওয়ার্ডের মঞ্চে হাজির হন, তখন পিগি যা করলেন, তা নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে৷
 
বিষয়টি খুলেই বলা যাক তাহলে। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের ৭৭তম অনুষ্ঠানে গোলাপি পোশাক পরে হাজির হন প্রিয়াঙ্কা চোপড়া। গোলাপি পোশাকের সাথে গলায় হিরের ছটা নিয়ে আচমকাই নিক জোনাসের ঠোঁটে চুম্বন করে বসেন পিগি। নিকের ঠোঁটে উষ্ণ ছোঁয়া দেয়ার পর মার্কিন পপ তারকার ঠোঁট থেকে লিপস্টিক মুছে দিতে শুরু করেন প্রিয়াঙ্কা৷ নিককেও দেখা যায়, প্রকাশ্যে নিজের ঠোঁট থেকে স্ত্রীর লিপস্টিকের রঙ তুলে ফেলতে৷ নিক এবং প্রিয়াঙ্কার সেই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই তা হু হু করে ভাইরাল হয়ে যায়৷
 
সম্প্রতি নিকের সাথে ছুটি কাটিয়ে ফের ক্যামেরার ফ্ল্যাশে হাজির হন প্রিয়াঙ্কা চোপড়া। ক্রিসমাস এবং নতুন বছর উপসক্ষে কখনও পাহাড় ঘেরা বরফের রাজ্যে ছুটি কাটাতে যান প্রিয়াঙ্কা আবার কখনও সমুদ্র সৈকতে স্বামীর সাথে একান্তে সময় কাটাতে দেখা যায় দ্য় স্কাই ইস পিঙ্ক-এর অভিনেত্রীকে৷ 
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন