সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

দুই সিটিতে কাউন্সিলর প্রার্থিতা ফিরে পেলেন ১৩ জন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২০, ১২:০৪ এএম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এবং দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৩
কাউন্সিলর প্রার্থী প্রার্থিতা ফিরে পেয়েছেন। এছাড়া এক কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে আরেক কাউন্সিলর প্রার্থীর করা আপিল নামঞ্জুর করেছে ঢাকা সিটি নির্বাচনের আপিল কর্তৃপক্ষ। গতকাল সোমবার রাজধানীর সেগুনবাগিচার ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সভাকক্ষে এ আপিল শুনানি অনুষ্ঠিত হয়।

আপিল শুনানি শেষে ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার সেলিম রেজা সাংবাদিকদের বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৪ জন কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়ন ফিরে পেতে আবেদন করেছেন। এর মধ্যে ১৩ জনের আপিল শুনানি সোমবার অনুষ্ঠিত হয়েছে। যদিও এখানের দুইজন অনুপস্থিত ছিলেন।

বিভাগীয় কমিশনার সেলিম রেজা সাংবাদিকদের বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের একজন মেয়র ও ১৮ জন কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়ন ফিরে পেতে আবেদন করেছিলেন। এরমধ্যে সোমবার মেয়র ও পাঁচজন কাউন্সিলর প্রার্থীর আপিল শুনানি অনুষ্ঠিত হয়েছে। শুনানিতে তিনজনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। একজনের আবেদন নাকচ করে দেওয়া হয়েছে। এছাড়া প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে আরেক প্রার্থীর করা আবেদন নাকচ করা হয়েছে। বৈধতা পাওয়া প্রার্থীরা হলেন- ৫২ নং ওয়ার্ডের মির্জা মোহাম্মদ ইলিয়াস, ১১ নম্বর ওয়ার্ডের এসএম রেজাউল ইসলাম ও এম ফয়সল আমিন মিলন। ঋণখেলাপী হওয়ায় ৫নং ওয়ার্ডের রুহুল আমিনের আবেদন বাতিল করা হয়েছে। পাশাপাশি ৩৫নং ওয়ার্ডের প্রার্থী শেখ আমির হোসেনের প্রার্থিতা চ্যালেঞ্জ করে সৈয়দ হাসান মাহমুদের আবেদন নাকচ করেছে আপিল কর্তৃপক্ষ। আপিল শুনানিতে আরও উপস্থিত ছিলেন ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) একেএম মাসুদুজ্জামান, ঢাকা বিভাগের পরিচালক (স্থানীয় সরকার) এম ইদ্রিস সিদ্দিকী।

ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার সেলিম রেজা সাংবাদিকদের বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৪ জন কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়ন ফিরে পেতে আবেদন করেছেন। এরমধ্যে ১৩ জনের আপিল শুনানি সোমবার অনুষ্ঠিত হয়েছে। যদিও এখানের দুইজন অনুপস্থিত ছিলেন। তিনি বলেন, ১৩ জনের মধ্যে ১০ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া এক প্রার্থীর বৈধতা চ্যালেঞ্জ করে আরেক প্রার্থীর করা আবেদন নাকচ করা হয়েছে। বৈধতা পাওয়া প্রার্থীরা হলেন-৭৫নং ওয়ার্ডের আব্দুল্লাহ আল মোমেন ও আতাররব রহমান, ৫৫নং ওয়ার্ডের আপেল মাহমুদ, ৫৮নং ওয়ার্ডের সেলিম রেজা, ২৮নং ওয়ার্ডের আব্দুর রহিম বাবু ও আনোয়ার পারভেজ বাদল, ৩৫নং ওয়ার্ডের আবু সাইদ, ৫৯নং ওয়ার্ডের হোসেন মিয়া, ১৯নং ওয়ার্ডের আব্দুর মোতালেব ও ৬১নং ওয়ার্ডের মো. সোহেল।

সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী জোহরা খানম জবার প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাসিনা আলমের করা আবেদন নাকচ করেছে আপিল কর্তৃপক্ষ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন