শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সংসদের প্রকল্পে কাজ দ্রুত শেষ করার তাগিদ স্পিকারের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

জাতীয় সংসদ এলাকার উন্নয়নে জন্য পাস হওয়া নতুন প্রকল্পগুলো দ্রæত ও সুষ্ঠুভাবে শেষ করার তাগিদ দিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
গতকাল বুধবার জাতীয় সংসদে স্পিকারের সংসদের কার্যালয়ে গণপূর্ত অধিদফতরের নবনিয়োগ প্রাপ্ত প্রধান প্রকৌশলী আশরাফুল আলম সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তাকে এ তাগিদ দেন স্পিকার। এ সময় স্পিকারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আশরাফুল আলম।
স্পিকার সংসদের প্রকল্পগুলো নিয়ে প্রধান প্রকৌশলীর সঙ্গে আলোচনা করেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সব কাজ সম্পন্ন করার জন্য গুরুত্বপ‚র্ণ নির্দেশনা দেন। এছাড়া প্রধান প্রকৌশলী প্রকল্পের বিভিন্ন অংশের অগ্রগতি তুলে ধরেন এবং সুষ্ঠুভাবে শেষ করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান। এ সময় জাতীয় সংসদ সচিবালয়ে নিয়োজিত গণপূর্ত অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন