শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

৫ লাখ ছাড়িয়ে ওয়ার্ন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২০, ১২:০০ এএম

অস্ট্রেলিয়ায় দাবানলে ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে নিজের ব্যাগি গ্রিন ক্যাপটি নিলামে তুলেছেন কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। দুই দিনেই যা ভেঙে ফেলেছে বিগত সব রেকর্ড। গতকাল অজি সাবেক এই তারকার টেস্ট ক্যাপটির নিলাম ম‚ল্য অতিক্রম করেছে ৫ লক্ষ অস্ট্রেলিয়ান ডলার। নিলামের এখনও দুই দিন বাকি রয়েছে।

২০০৩ সালের জানুয়ারিতে দাতব্য প্রতিষ্ঠানের জন্য নিলামে তোলা হয় স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের টেস্ট ক্যাপ। কিংবদন্তি এই ব্যাটসম্যোনের ক্যাপের ম‚ল্য উঠেছিল ৪ লক্ষ ২৫ হাজার অস্ট্রেলিয়ান ডলার। যা ছিল এতো দিন কোনো ব্যাগি গ্রিন ক্যাপের সর্বোচ্চ নিলাম ম‚ল্য। এবার সেই রেকর্ড ভেঙে দিয়েছে ওয়ার্নের টেস্ট ক্যাপটি। অস্ট্রেলিয়ার সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারি ওয়ার্ন। এমনকি সর্বকালের সেরা স্পিনারদের মধ্যে নিঃসন্দেহে অন্যতম তিনি। তার নামের পাশে রয়েছে ৭০৮ উইকেট। এর জন্য টুইটারে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন ৫০ বছর বয়সী ওয়ার্ন, ‘অসাধারণ! পুরাই ফেটে গেছে। সবাইকে ধন্যবাদ।’

দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য এগিয়ে এসেছেন আরেকজন সাবেক অজি কিংবদন্তি পেসার জেফ থম্পসন। ৫১ টেস্টে ২০০ উইকেট নেয়া এই পেসারও তার ব্যাগি গ্রিন ক্যাপ এবং ক্রিকেট পোশাক নিলামে তুলেছেন। থম্পসন বলেন, ‘আমার স্মৃতিচিহ্নের খুব বেশি জিনিস নেই। তাই এই দুটি জিনিস অনেক ম‚ল্যবান এবং বিশেষ কিছু। এটা বলা কঠিন এই জিনিসগুলো কতোটা সাহায্য করবে। আমি আশা করছি এগুলোও ভালো কিছু অর্থ এনে দেবে। যা কিছুটা হলেও পার্থক্য গড়বে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন