ঝালকাঠী-১ আসন (রাজাপুর-কাঠালিয়া) এর মাননীয় সংসদ সদস্য, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সাবেক চেয়ারম্যান, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব বজলুল হক হারুন এমপি গুরুতর অসুস্থ অবস্থায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর আসুরোগমুক্তি ও নেক হায়াত কমনা করে আজ শুক্রবার বাদ জুম্মা মহাখালীস্থ মসজিদে গাউছুল আজমে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একই সাথে নির্বাচনী এলাকা রাজাপুর-কাঠালিয়ায় মসজিদে মসজিদে আলহাজ্ব বজলুল হক হারুন এমপি’র সুস্থতা ও দির্ঘায়ু কামনা করে ভক্ত, শুভাকাংখিসহ সকল শ্রেণির মানুষ আল্লাহর দরবারে দোয়া করেন। এছাড়াও দেশের বিভিন্ন মসজিদে বাদ জুম্মা তাঁর জন্য দোয়া করা হয়।
আলহাজ্ব বজলুল হক হারুন এমপি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর নিজ এলাকাসহ দেশের সকল মানুষের কাছে আরোগ্য লাভের জন্য দোয়া চেয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন