শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বানিজ্যিক ভিত্তিতে খামার গড়ে তোলা গ্রামীন অর্থনীতিতে ব্যাপক ভাবে সঞ্চারিত হয়েছে -বজলুল হক হারুন এমপি

রাজাপুর(ঝালকাঠি) উপজেলা সংবাদাতা | প্রকাশের সময় : ৫ জুন, ২০২১, ৬:০৫ পিএম | আপডেট : ৬:০৮ পিএম, ৫ জুন, ২০২১

ঝালকাঠি - ১( রাজাপু-কাঠালিয়া) মাননীয় সংসদ সদস্য, গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রনালয় সম্পর্কিত স্হায়ী কমিটির সদস্য, অনুমতি হিসাব সম্পর্কিত স্হায়ী কমিটি সদস্য আলহাজ্ব বজলুল হক হারুন এমপি বলেছেন, গরু,হাসঁ, মুরগীর মাধ্যমে পালা দুধ ও ডিম মানব দেহের পুস্টির চাহিদা মিটায় এছাড়া সুস্হ ও সবল দেহের জন্য যে খাদ্য আমিষের প্রয়োজনীয় যোগান দেয় গরু, ছাগল হাঁস মুরগীর মাধ্যমে, অন্যদিকে এই সকল পশু পাখি পালন বানিজ্যিক ভিত্তিতে খামার গড়ে তোলা গ্রামীন অর্থনীতিতে ব্যাপক ভাবে সঞ্চারিত হয়েছে , গতির সঞ্চার করেছে।মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গ্রামীন জনগোষ্ঠীর যে স্বচ্ছল জীবনের লক্ষ্যে একটি টিকসই উন্নয়নের উপহারের লক্ষ্য যে একটি বাড়ি একটি খামার প্রকল্প চালু করেছেন, সেখানে ও এই প্রানীসম্পদ দিক থেকে ও তিনি বেশী প্রাধান্য দিয়েছেন।গরু মহিষ ছাগলের খামার হাঁস মুরগী পল্ট্রি ফার্ম করে আজ গ্রামীন জনপদের বাসিন্দারাই শুধু স্বচ্ছল নয় বরং পরবর্তী জীবনে এর প্রভাব অনেক বেশী,সুতরাং আজকের এই প্রদর্শনী শুধু প্রদর্শনীর মাঝেই সীমাবদ্ধ বললে অবলোকন হবে বরং এটি মাননীয় প্রধান মন্ত্রীর গ্রামীন জনগোস্ঠির তথা প্রান্তিক জনগোস্ঠীর অর্থনৈতিক স্বচ্ছলতা ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে উদ্যোগ গ্রহন করেছেন, তারই একটি বাস্তবচিত্র প্রদর্শনীতে রয়েছে।বাস্তব প্রদর্শন রয়েছে আজকের এই প্রদর্শনীতে। তিনি ৫ জুন শনিবার সকালে রাজাপুর পাইলট উচ্চ বালক বিদ্যালয় মাঠে অনুস্ঠিত দিনব্যাপী প্রানী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প ( এলডিপি) এর অর্থায়নে এবং উপজেলা প্রানী সম্পদ অধিদপ্তর ও ভেটেনারী হাসপাতাল রাজাপুর, ঝালকাঠি এর উদ্যোগে "প্রানীসম্পদ প্রদর্শনী-২০২১" এর উদ্বোধনী অনুস্ঠানে ভার্সুয়াল মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে এমপি এসব কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরউজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু,সভায় রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোক্তার হোসেন সভাপতিত্ব আরও বক্তব্যরাখেন খামারীদের পক্ষে -বাংলাদেশ ডেইরী এ্যাসোসিশন রাজাপুর উপজেলার সভাপতি মোঃ মাহমুদ হাসান আবু বক্তব্য রাখেন। অনুস্ঠানে মুল বক্তব্য প্রদান করেন- উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ দীনেশ চন্দ্র মজুমদার, সনঞ্চালনায় ছিলেন ভেটেনারী সার্জন ডাঃ মুজাহিদুল কবির (শিহাব)।পরে উপজেলার বিভিন্ন খামারীর ৫০ টি স্টলে অংশ গ্রহনকারীদের ৬ টি ক্যাটাকরীতে ১৮ জনকে সনদপত্র ও নগদ চেক বিতরন করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন