ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) মাননীয় সংসদ সদস্য ও , গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ও অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য বজলুল হক হারুন এমপি বলেছেন, ধর্মীয় শিক্ষা বাদে কোন শিক্ষাই পরিপূর্ণ না,আপনি যে ধর্মের লোক হননা কেন?আপনার ধর্মীয় আচার অনুস্ঠানের ভিতরে যে ধর্মের লোকই হন, আপনি যদি ধার্মিক মানুষ হন।তাহলে আপনার দ্বারা সমাজের কোন অকল্যান কাজ হবে না, একজন ধর্মীয় মানুষ, একজন হিন্দু, একজন খৃস্টান,একজন বৌদ্ধ,যে ধর্মের মানুষ হোক,যদি তার ধর্মকে পরিপূর্ণ ভাবে পালন করে, সে মানুষের উপকার ছাড়া আর কিছু করবে?কোন ধর্মে আছে, একজনকে লাতথি মারো,একজনকে থাপ্পর মারো,খারাপ কথা বলো? কোন ধর্মে আছে? এ সব কোন ধর্মে আছে?কোন ধর্মে নাই।আমাদেরকে ঐক্য বদ্ধ থাকতে হবে।তিনি শুক্রবার(১৯ ফেব্রয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টায় রাজাপুর উপজেলা মাননীয় সংসদ সদস্য মহোদয়ের বাসভবনে রাজাপুর ও কাঠালিয়া উপজেলার সর্বস্তরের জনগনের সাথে সৌজন্য সাক্ষাতে তিনি এ সব কথা বলেন।এসময় জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাড, সন্জিব কুমার বিশ্বাস,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মোঃ মনিরউজ্জামান,উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ এইচ এম খায়রুল আলম সরফরাজ,উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ সভাপতি আফরোজা আক্তার লাইজু,কাঠালিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তরুন কুমার সিকদার, সাবেক উপজেলা চেয়্যারম্যান মোঃ গোলাম কিবরিয়া সিকদার, সহ রাজাপুর কাঠালিয়ার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, ইউপি চেয়্যারম্যানগন, সুধী বৃন্দ, সহ যুবলীগ, ছাত্রলীগ,সেচ্ছাসেবকলীগ,শ্রমিকলীগ,
মহিলালীগ,কৃষকলীগ,যুব মহিলা লীগ এর নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাত করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন