দিনাজপুরের শহরের কাঞ্চন ব্রীজের নিচ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল রোববার দুপুরে লাশটি উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে অবৈধ গর্ভপাত ঘটিয়ে ওই নবজাতককে হত্যা করে লাশ ফেলে দেয়া হয়েছে।
জানা যায়, সকালে ব্রীজের নিচে নদীর পানিতে একটি কাপড়ে মোড়ানো লাশটি ভাসতে দেখে এলাকাবাসী। পরে কুকুর টানাটানি করলে স্থানীয় এলাকাবাসী লাশটি কবর দেয়। এরই মধ্যে পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
দিনাজপুর কোতয়ালী থানার ওসি (তদন্ত) বজলুর রশিদ জানান, সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন