শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নওগাঁয় ৩য় দিনের মত বাকাসস এর কর্মবিরতি পালন

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২০, ৬:০৭ পিএম

মাঠ পর্যায়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মরত কর্মচারীদের (গ্রেড ১৩-১৬) পদবী ও বেতন গ্রেড উন্নতি করণের দাবীতে নওগাঁয় ৩য় দিনের মত কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ কালেকটরেট সহকারী সমিতির জেলা শাখা। বুধবার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্য়ন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মবিরতি পালন করে। কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন, সমিতির সভাপতি ইয়াছিন আলী, সহ-সভাপতি রেজানুর রহমান ও সাধারন সম্পাদক সুবল চন্দ্র, সদস্য ইয়াছিন আলী, মকবুল হোসেন, ফরিদ উদ্দীন প্রমুখ নেতৃবৃন্দরা।

এসময় বক্তরা বলেন, প্রধানমন্ত্রী আমাদের দাবী যোক্তিক বললেও জনপ্রশাসনের মন্ত্রনালয়ের যারা নিতি নির্ধারনের দায়িত্বে আছেন তারা আমাদের এই দাবী পাশ কেটে ষড়যন্ত্র ও চক্রান্ত করে কালেকটরেট কর্মচারীদের দাবী অপেক্ষা করেছে। যার কারনে কালেকটরেট কর্মচারীরা তাদের অধিকার আদায়ের জন্য এই আন্দোলনে নেমেছে। এটা তাদের কোন রাজনৈতিক আন্দোলন নয় এটা তাদের দাবী আদায়ের আন্দোলন। বক্তরা আরও বলেন, তাদের এই যৌক্তিক দাবী মানা না হলে আগামী ২৩ জানুয়ারী ৩ ঘন্টা, ২৭-২৮ জানুয়ারী ৪ ঘন্টা ও ২৫, ২৬, ২৭ ফ্রেবুয়ারী পূর্ন দিবস কর্মবিরতি পালন করবে। কর্মবিরতি চলাকালে সেবা নিতে আসা মানুরষরা চরম বিপাকে পরে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন