শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

অ্যামাজনেও সিএএ, এনআরসি, এগিয়ে বিরোধীরা!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২০, ৬:৫০ পিএম

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ), জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) এবং জাতীয় জনসংখ্যা রেজিস্টার (এনপিআর) নিয়ে আন্দোলনে উত্তাল ভারত। তার মধ্যেই একটা অংশ সিএএ, এনআরসি, এনপিআর-কে সমর্থনও করছেন। সেই ‘দ্বন্দ্ব’কে কাজে লাগিয়ে আর্থিক মুনাফাও কামিয়ে নিতে চাইছে কোনও কোনও ব্যবসায়িক সংস্থা!

অনলাইন শপিং সাইট অ্যামাজন ডট ইন-এ যেমন বিক্রি হচ্ছে সিএএ, এনআরসি, এনপিআর শব্দ তিনটি লেখা টি-শার্ট। তাতে দু’রকমেরই অপশন রয়েছে। কেউ যদি সিএএ, এনআরসি, এনপিআর সমর্থন করেন, তাদের জন্যও যেমন রয়েছে, তেমন বিরোধীদের জন্যও রয়েছে টি-শার্ট। সাদার উপর ইংরেজিতে কালো কালিতে লেখা তিনটি শব্দ—সিএএ, এনআরসি, এনপিআর। যাঁরা সমর্থন করেন তাদের জন্য ওই তিন শব্দের উপর সবুজ রঙের ‘টিক’ চিহ্ন দেয়া টি-শার্টটি। আর যাঁরা বিরোধী শিবিরে তাদের জন্য সিএএ, এনআরসি, এনপিআর-এর উপর লাল রঙের একটি কোণাকুণি দাগ টানা রয়েছে।

অ্যামাজনের অন্যান্য প্রোডাক্টের মতো এই দুই ধরনের টি-শার্টের নীচেও রেটিং দেয়ার সুযোগ রয়েছে। আর অ্যামাজন ডট ইন সাইটেও এই কাস্টমার্স রেটিংয়ের দিক থেকে এগিয়ে সিএএ, এনআরসি, এনপিআর বিরোধীরা। সিএএ, এনআরসি, এনপিআর বিরোধী ছাপ মারা টি-শার্টে যেখানে রেটিং পড়েছে ৫-এর মধ্যে ৩.৩, সেখানে সমর্থনের টি-শার্টে রেটিং মাত্র ১। একই কোম্পানির তৈরি এই টি-শার্টের গুণমানের তফাৎ না হওয়াই স্বাভাবিক। তা-ও কাস্টমার রেটিংয়ে পিছিয়ে পড়ছে সবুজ টিকওয়ালা টি-শার্ট। সূত্র: এনডিটিভি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন