শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে

প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার ঃ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক বেড়েছে ৩৭ পয়েন্ট। আর সিএসইতে সিএসসিএক্স সূচক বেড়েছে ৬৫ পয়েন্ট। তবে গত কার্যদিবসের চেয়ে এদিন ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে। এদিন ডিএসইতে লেনদেন কমেছে ২০৮ কোটি ৯৬ লাখ টাকা। আর সিএসইতে লেনদেন বেড়েছে ১৭ কোটি ১৯ লাখ টাকা। এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪১৮ কোটি ১৯ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৬১০ কোটি ৩৬ লাখ টাকা। গতকাল ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩৭৭ কোটি ২৮ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৫৮৬ কোটি ২৪ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ২০৮ কোটি ৯৬ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৭ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫০৭ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১০ পয়েন্টে এবং ১৯ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৭০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৬টির, কমেছে ৭৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫৯টি কোম্পানির শেয়ারদর। এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলোÑ স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, একমি ল্যাবরেটরিজ, ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, বেক্স ফার্মা, আমান ফিড, কেয়া কসমেটিকস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং ফার ক্যামিকেল। অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৪১ কোটি ৩১ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ২৪ কোটি ১২ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন বেড়েছে ১৭ কোটি ১৯ লাখ টাকার বেশি। এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ৬৫ দশমিক ১২ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৩৯৬ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১০৮ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৮০২ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১০ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৭ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১৫০ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৭৭৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৪টির, কমেছে ৫৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৪টি কোম্পানির শেয়ারদর। টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলোÑ ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মা, একমি ল্যাবরেটরিজ, ফার কেমিক্যাল, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, প্রিমিয়ার সিমেন্ট, লিন্ডে বাংলাদেশ, বিএসআরএম লিমিটেড এবং জিপিএইচ ইস্পাত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন