বিএনপি চেয়ারপারসনের সাজে ইশরাকের ভোট প্রচারণায় অংশ নেয়া ছোট্ট একটি শিশু। তার নাম দিয়াফা আক্তার। যার চোখে ছিল বড় চশমা, মাথায় চুলের স্টাইল, কাপড় পড়ার দৃশ্য সবই ছিলো পুরোপুরি খালেদা জিয়ার মতই। যা এরই মধ্যে নজর কেড়েছে এলাকাবাসীর কাছে।
সে বসুন্ধরা রিভারভিউ এলাকার বাসিন্দা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ৪৬ নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ফারুকের ভাগ্নি।
শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে গেন্ডারিয়া থানার ফরিদাবাদে ইশরাকের প্রচারণায় খালেদার বেশে শিশুটির দেখা মিলে।
নির্বাচনী প্রচারণার ১৫তম দিনে শুক্রবার জুমার নামাজের পর ফরিদাবাদ মাদরাসা থেকে গণসংযোগ শুরু করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ সময় গণসংযোগে অংশ নেওয়া সবার দৃষ্টি কাড়ে বেগম খালেদা জিয়ার সাজে সাজা দিয়াফা। উৎসুক মানুষকে দিয়াফার সাথে ছবি তুলতে দেখা যায়। এ সময় দিয়াফা কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মতো সবাইকে হাত নেড়ে অভিনন্দন জানায়।
দিয়াফার বাবা ইদ্রিস আলী বলেন, আত্মীয়-স্বজন সবাই বলছে দিয়াফা দেখতে নাকি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো। তাই মানুষকে ধানের শীষে ভোট দেয়ার জন্য আকৃষ্ট করার লক্ষ্যে আজ দিয়াফাকে কারাবন্দি দেশনেত্রী খালেদা জিয়ার মতো সাজিয়ে গণসংযোগে নামানো হয়েছে।
গণসংযোগে অংশ নেয়া দশম শ্রেণীর ছাত্রী ও দিয়াফার খালা আয়েশা সিদ্দিকা বলে, আমরা বেগম খালেদা জিয়াকে ভালোবাসি। তাই আমার ভাগ্নি দিয়াফাকে খালেদা জিয়ার সাজে সাজিয়ে ধানের শীষে ভোট চাইতে নেমেছি। আমরা যারা ছোট আছি তারা জনগণের কাছে আবেদন জানাই, বেগম খালেদা জিয়া একজন বৃদ্ধ নারী। তাকে মুক্ত করার জন্য আপনারা ধানের শীষে ভোট দিন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন