শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ঝালকাঠিতে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২০, ৪:০৯ পিএম

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার মধ্য কৈখালী গ্রামের টুকু মুন্সি ওরফে আল মাসুদ হত্যা মামলায় ২২ বছর পর একই গ্রামের মো. রিয়াজ (৪০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা, পরিশোধ না করলে আরো দুই মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। মঙ্গলবার দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ মো. তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রিয়াজ মধ্য কৈখালী গ্রামের আফজাল ডাকুয়ার ছেলে।
মামলার বিবরণে জানা যায়, জমি নিয়ে টুকু মুন্সির সঙ্গে রিয়াজের বিরোধ চলছিল। ১৯৯৮ সালের ৯ জুলাই রাত ৯ টায় বীনাপানি বাজার থেকে টুকু মুন্সিকে ডেকে নিয়ে যায় রিয়াজ। এর পর থেকে সে নিখোঁজ থাকে। ১৩ জুলাই স্থানীয় আব্দুল খালেকের পরিত্যাক্ত একটি ভিটায় পুতে রাখা অর্ধগলিত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে নিহতের ভাই আমজাদ হোসেন মুন্সি ওরফে তোতা মিয়া বাদী হয়ে কাঁঠালিয়া থানায় মামলা দায়ের করেন। পুলিশ ২০০৪ সালের ২০ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেন। আদালত ১১ জনের সাক্ষ্যগ্রহণ করে রায় ঘোষণা করেন। সরকার পক্ষে অতিরিক্ত সরকারি কৌসুলি আ স ম মোস্তাফিজুর রহমান মনু ও আসামী পক্ষে ফারুক হোসেন খান মামলা পরিচালনা করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন