রাজধানীর পুরান ঢাকার চকবাজারের বশির মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আধা ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। গত সোমবার রাত ১১টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। গতকাল ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মাহফুজ জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট পাঠানো হয়। তাদের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বিদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত হয়েছিল জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়াও ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন