চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি ও সোসাইটি অব চিটাগাং আইটি প্রফেশনালস (এসসিআইটিপি)’র যৌথ আয়োজনে তিন দিনব্যাপী ৩য় চিটাগাং আইটি ফেয়ার-২০২০ গত সোমবার নগরীর আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সম্পন্ন হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, বৈশ্বিক পরিবর্তিত পরিস্থিতিতে আইটির বিকল্প নেই। প্রধানমন্ত্রী দেশকে ডিজিটালাইজেশন করার যে স্বপ্ন দেখিয়েছেন বিশ্বে আজ বাংলাদেশ উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
মধ্যম আয়ের দেশ থেকে আমরা আজ যে উন্নত রাষ্ট্রের লক্ষ্য নিয়ে ধাবিত হচ্ছি তাতে সরকারের পাশাপাশি বেসরকারি খাতের অবদান সত্যিই প্রশংসার দাবি রাখে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন চেম্বার পরিচালক মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), মো. আবদুল মান্নান সোহেল, সৈয়দ মোহাম্মদ তানভীর, সোসাইটি অব আইটি প্রফেশনালসের সভাপতি আবদুল্লাহ ফরিদ প্রমুখ। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন