শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সাতক্ষীরায় এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের চক্রান্তের অভিযোগে যুবক গ্রেফতার

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২০, ৪:১৪ পিএম

সাতক্ষীরায় অর্থের বিনিময়ে ফেসবুকের মাধ্যমে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চক্রান্তের অভিযোগে বিল্লাল হোসেন তালুকদার (২০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-৬ এর সদস্যরা।

শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে সাতক্ষীরা শহরের চালতেতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক বিল্লাল হোসেন তালুকদার চালতেতলা বাগানবাড়ির মো. গিয়াসউদ্দিনের ছেলে।

র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক সিনিয়র এএসপি বজলুর রশীদ জানান, চালতেতলা বাগান বাড়ি এলাকায় আসন্ন এসএসসি পরীক্ষা ২০২০সহ বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সক্রিয় সদস্য বিল্লাল অর্থের বিনিময়ে ফেইসবুক আইডি ব্যবহার করে প্রশ্নপত্র ফাঁস করার চক্রান্ত করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে র‌্যাব সদস্যরা চালতেতলা বাগান বাড়ি এলাকার সেন্ট মাদার তেরেসা শিশু বিদ্যা নিকেতন স্কুলের সামনে অভিযান চালিয়ে প্রতারক চক্রের সদস্য বিল্লাল হোসেন তালুকদারকে গ্রেফতার করেন। তাকে জিজ্ঞাবাসাদের মাধ্যমে ফেসবুক আইডি গড়যধসসবফ ঐধনরনঁষ ইধংযধৎ থেকে ফাঁসকৃত বিভিন্ন প্রশ্ন সংক্রান্ত মেসেজ পাওয়া গেছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন