সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ভ্যালেন্টাইন ডে উপলক্ষে নাটক চারুর বিয়ে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

এবারের ভ্যালেন্টাইন ডে উপলক্ষে মিজানুর রহমান আরিয়ান নির্মান করেছেন নাটক ‘চারুর বিয়ে’। এর চিত্রনাট্য লিখেছেন অভিনেতা অপূর্বর স্ত্রী নাজিয়া হাসান অদিতি। সিএমভি’র ব্যানারে নির্মিত নাটকটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও মেহজাবীন জুটি। অন্যান্য চরিত্রে আছেন অন্তু করিম, আল মামুন, সমু চৌধুরী, মিলি বাশার, আনজুমান আরা বকুল প্রমুখ। আরিয়ান জানান, নাটকটির শুটিং ঢাকার বিভিন্ন লোকেশনে হয়েছে। নাটটটি মূলত দুটি পরিবারের ভালোবাসার গল্প। সূত্রটা হচ্ছে চারু নামে এক তরুণীর বিয়ের আংটিবদলের মধ্যদিয়ে। চারু চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন। আমি বলতে পারি, এমন গল্পের কাজ এর আগে হয়নি। নাট্যকার নাজিয়া হাসান অদিতি জানান, নাটকের জন্য এটি তার লেখা দ্বিতীয় গল্প। প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, ‘গানের পাশাপাশি এখন আমরা নাটক প্রযোজনা শুরু করেছি। ফলে গানের মতো নাটকেও ভালো কিছু উপহার দিতে চাই। ‘চারুর বিয়ে’ এমনই একটা কাজ, যেখানে ভালো গল্প, মেধাবী নির্মাতা আর সৎ অভিনয়শিল্পীদের অপূর্ব সমন্বয় রয়েছে। সিএমভি’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ১৪ ফেব্রুয়ারি উন্মুক্ত হবে ‘চারুর বিয়ে’।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন