শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

কালেমা মুখেই ঢলে পড়েন ইমাম

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

মসজিদে জুমার খুতবা পড়ার সময় কালেমা পড়তে পড়তে ইন্তেকাল করেছেন আবুল আজম ত্বহা নামের একজন ইমাম। ঘটনাটি ঘটেছে মিসরের আল-ওয়ারাক জেলার মসজিদে হাবিবে। আলজাজিরা আরবির খবরে জানা গেছে, খতিব ত্বহা কালেমা পড়তে পড়তে মিম্বর থেকেই নিচে পড়ে যান। তিনি এ মসজিদে দীর্ঘদিন ধরে খতিবের দায়িত্ব পালন করে আসছিলেন। ৬৪ বছর বয়সী এ আলেম প্রায় ৪০ বছর ধরে মিসরের বিভিন্ন অঞ্চলে ইসলামের দায়ী হিসেবে কাজ করে গেছেন। সাধারণ মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয়তাও পেয়েছিলেন তিনি। তার মৃত্যুর সময়ের সেই ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে গেছে এবং এটিকে সৌভাগ্যের মৃত্যু বলে আখ্যায়িত করেন নেটিজেনরা। মুসল্লিরা জানান, খুতবা শুরু করে তিনি হামদ ও ছানার পরই কালিমা পড়া শুরু করেন। তখন তার কণ্ঠ রুদ্ধ হয়ে আসে। উপস্থিত মুসল্লিদের সামনেই খুতবার মিম্বর থেকে নিচে পড়ে যান তিনি। শুক্রবার বাদ আসর অসংখ্য লোকের উপস্থিতিতে তার জানাজা অনুষ্ঠিত হয়। আল-জাজিরা।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
মোঃ সেলিম মিয়া ৫ ফেব্রুয়ারি, ২০২০, ৯:৩২ এএম says : 0
আল্লাহ ওনাকে জান্নাত বাসী করবেন বলি আশা রাখি কলমা পরা অবস্থায় মৃত্যুবরণ কয়জনের ভাগ্যে আল্লাহ নসিব করেন আল্লাহ আমাকে এবং অন্যান্য মুসলিমদের এমন সৌভাগ্য নসিব করুন আমিন।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন