নগরীর আগ্রাবাদ মোগলটুলিতে আর.বি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সংলগ্ন একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন দগ্ধ হয়েছেন। সোমবার এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে দগ্ধরা হলেন- সদরঘাট থানাধীন কমার্স কলেজ রোডের কাটা বট গাছ এলাকার আমির হোসেন ভুইয়ার ছেলে শাহাদাত ভূঁইয়া (৫৫), চৌমুহনীর মতিয়ার পুল এলাকার নুরুল ইসলামের ছেলে মো. মিজান (৩৮) এবং কাটা বটগাছ এলাকার জমির উদ্দিন লেনের মৃত আব্দুল হাইয়ের ছেলে গোলাম মাওলা (৫০)। তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানান, আহত গোলাম মাওলার অবস্থা আশংকাজনক। অন্য দুজনের শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসার পর তাদের ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে। স্থানীয়রা জানায়, ভাড়া বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন