শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

রাজধানীর ৫ স্থানে বিনামূল্যে এইচআইভি পরীক্ষা শুরু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

রাজধানীর ৫ টি স্থানে বিনামূল্যে এইচআইভি নির্ণয় পরীক্ষা শুরু করেছে স্বাস্থ্য অধিদফতরের জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোল প্রোগ্রাম। অজ্ঞাত সংখ্যক এইচআইভি কেস সনাক্তরণ ও জাতিসংঘের ৯০-৯০-৯০ লক্ষমাত্রা অর্জনে এই কর্মসূচি নিয়েছে প্রতিষ্ঠানটি।
কন্ট্রোল প্রোগ্রাম থেকে জানানো হয়েছে, গতকাল মঙ্গলবার ও আজ বুধবার রাজধানীর শহীদ সোহরাওর্য়াদী মেডিকেল কলেজ হাসপাতাল, বাবু বাজারের মেডিপ্যাথ ডি ল্যাব, মহাখালী বাস টার্মিনাল, গাবতলী বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনালে বিনামুল্যে এই পরীক্ষা করা হবে।
গতকাল সকালে সায়েদাবাদ বাস টার্মিনালে স্থাপিত এইচআইভি টেষ্টিং সেন্টারটি উদ্ভোধন করেন (এমবিডিসি) ও লাইন ডাইরেক্টর প্রফেসর ডা. মো. শামিউল ইসলাম। সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে।
স্বাস্থ্য অধিদফতরের নেতৃত্বে পরিচালিত কার্যক্রমে সহযোগী হিসেবে কাজ করেন বন্ধু স্যোস্যাল ওয়েল ফেয়ার সোসাইটি (বন্ধু), সেভ দ্য চিলড্রেন, আইসিডিডিআর,বি, কেয়ার বাংলাদেশ এবং পিএলএইচআইভি নেটওয়ার্ট অব বাংলাদেশ ।
এই ক্যাম্পেইন বিষয়ে প্রফেসর ডা. শামিউল ইসলাম বলেন, অজ্ঞাত সংখ্যক রোগিদের খুজে বের করে তাদের চিকিৎসার আওতায় আনতে সকল জনগণের জন্য এই কর্মসুচি শুরু করা হয়েছে। আগামী মার্চ- ২০২০ সালেও এ কার্যক্রম চলবে। পর্যায়ক্রমে আমরা সারাদেশে এই ক্যাম্পইন শুরু করবো।###

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন