ইরাকের রাজধানী বাগদাদে মঙ্গলবার সকালে তুষারে ঢেকে যায়। ঘুম ভেঙে মানুষ দেখতে পান তুষারের পাতলা স্তর চারপাশে। মধ্যপ্রাচ্য-বিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর-এর খবরে বলা হয়েছে, এই শতাব্দিতে এটি বাগদাদে দ্বিতীয় তুষারপাতের ঘটনা। খবরে বলা হয়েছে, গত দশ বছরের মধ্যেও বাগদাদে এটি প্রথম তুষারপাতের ঘটনা। এর আগে ২০০৮ আসলে সেখানে তুষারপাত হয়েছিল। কিন্তু এর আগে প্রায় এক শতাব্দি সেখানে কোনও তুষারপাত হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, শিশু-কিশোররা তুষারপাতের ঘটনায় উচ্ছ¡াস প্রকাশ করছে। মিডল ইস্ট মনিটর।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন