কুমিল্লার মুরাদনগর উপজেলার পরমতলা ইদ্রিসিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসার ৭৮তম বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়ার মাহফিল গতকাল বুধবার সকালে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে। মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল হাই এর সভাপতিত্বে মঙ্গলবার শুরু হওয়া মাহফিলে প্রধান বক্তা ছিলেন লাকসাম রেলগেইট জামে মসজিদের খতিব মাওলানা আবু হানিফ সুহাইল।
বয়ান করেন কচুয়া ফাযিল মাদরাসার প্রভাষক মুফতি সাইদুল ইসলাম, খিলক্ষেত বাইতুল সালাত জামে মসজিদের খতিব মুফতি হাফেজ সাইফুল্লাহ বিন জাফর, মাদরাসার সহকারী অধ্যাপক মুফতি আব্দুল হক মজুমদার, আরবী প্রভাষক মাওলানা আব্দুল আউয়াল। বুধবার সকালে আখেরি মোনাজাত পরিচালনা করেন নবীয়াবাদ মাদরাসার সহ-সুপার অহিদ উদ্দিন সরকার ছালেমী। মাদরাসার আরবী প্রভাষক মাওলানা জাকারিয়া, সহকারী শিক্ষক আব্দুল মতিনের উপস্থাপনায় মাহফিলে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান, পালাসুতা দাখিল মাদরাসার সুপার আব্দুল হাই প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন