গত বৃহস্পতিবার দিবাগত রাত উপজেলা সাতবাড়ীয়া ছলিয়ারপাড়ায় আশেকে রাসূল (দ.) আদর্শ সংগঠনের উদ্যোগে হযরত আলমশাহ মাজার প্রাঙ্গণে এক তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্টিত হয়।
মাহফিলে মুহাম্মদ মাসুদুল আলমের পরিচালনায় উদ্বোধক ছিলেন সাতবাড়ীয়া হাফেজ নগর দরবার শরীফের শাহ্জাদা সৈয়দ জিয়াউল হোসেন আরমান। এতে তাফসির পেশ করেন বাঁশখালি চুন্নাপাড়া ফাজিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা সাঈদুল হক সাঈদ কাজেমী ও হাটহাজারি হোসাইনিয়া সিনিয়ার মাদরাসার আরবি প্রভাষক মাওলানা সোহাইল উদ্দীন আনসারী। এতে অন্যান্যদের মধ্যে বিশেষ বক্তা হিসেবে তাফসির করেন মাওলানা শরফুদ্দীন আল কাদেরী ও হাফেজ মাওলানা জহির উদ্দীন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন