ফারাক্কা বাঁধের নির্মীয়মাণ সেতু ভেঙে পড়েছে। এই দুর্ঘটনায় অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন প্রকৌশলীও রয়েছেন বলে জানা গেছে। তবে এখনও সেতুর ভেঙে পড়া অংশের ধ্বংসস্ত‚পের তলায় আরও কয়েকজন শ্রমিক আটকা পড়ে থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গেছে, রবিবার সন্ধ্যায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদার বৈষ্ণবনগরে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, সেতু ভেঙে পড়ার ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন ৩৬ বছর বয়সী এক জুনিয়র ইঞ্জিনিয়ার। তার নাম শ্রীনিবাস এবং আরেক কর্মী শচীন প্রতাপসহ মোট ৩ জন। ঘটনায় আহত আরও ৩ জনের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। নির্মীয়মাণ এই ব্রিজের ১ ও ২ নম্বর পিলারের মধ্যে গার্ডার বসানোর কাজ চলছিল। সে সময় বিপত্তি ঘটে। দেড় বছর আগে ফারাক্কা ব্যারেজের ওপরে দ্বিতীয় সেতু নির্মাণের কাজ শুরু
হয়। এনডিটিভি, টিওআই।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন