শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সাগরপথে ফের মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, ১৭ রোহিঙ্গা উদ্ধার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ১:০৮ পিএম

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে ১৭ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ৯টার দিকে টেকনাফের শামলাপুরবাজার ও এর আশপাশের এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

অভিযানে পরিচালনাকারী বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী জানান, দালাল চক্রের প্রলোভনে সমুদ্রপথে ট্রলারে রোহিঙ্গাদের ফের মালয়েশিয়া পাঠানোর প্রস্তুতি চলছে, এমন খবর পেয়ে অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করা হয়েছে। তারা সবাই রোহিঙ্গা। তাদের যাচাই-বাচাই চলছে।

এর আগে গত ১১ ফেব্রুয়ারি অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় ১৩৮ যাত্রী নিয়ে একটি ট্রলার সেন্টমার্টিনসংলগ্ন বঙ্গোপসাগরে পাথরের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন