বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহান একুশে সংখ্যা

প্রেমান্ধ, নিজস্ব কাব্য

| প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৩২ এএম

মাহবুবা করিম

তোমাকে নিঃশ্বাসে বেঁধেছি তাই,
এত অবহেলা।
এত যে রিষ্টপুষ্ট করাঘাত, দূরছাই,
কে সয় আমি ছাড়া?
কে আছে আমার মতন,
আরেক সহচর ছায়া?
বয়স এগোয়,
অথচ–
যৌবন থেৎলে দেয় দু’পায়ে
বন্ধা প্রেমের কাছে।

 


মাহফুজ মুজাহিদ

এই দ্যাখো
এইখানে পুড়ে যাচ্ছে পৃথিবী আমার
নিস্তবব্ধ জমিনে যেমন পোড়ে ঘামে ভেজা শরীর
ঐখানে কেউ নেই
এইখানটা শুন্য পড়ে থাকে শশ্মান
আগুন লালে ঝলসে উঠে পূর্ণিমায়
বুক পকেটের ছবিতে আঁচর লাগেনি তার...

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন