মাহবুবা করিম
তোমাকে নিঃশ্বাসে বেঁধেছি তাই,
এত অবহেলা।
এত যে রিষ্টপুষ্ট করাঘাত, দূরছাই,
কে সয় আমি ছাড়া?
কে আছে আমার মতন,
আরেক সহচর ছায়া?
বয়স এগোয়,
অথচ–
যৌবন থেৎলে দেয় দু’পায়ে
বন্ধা প্রেমের কাছে।
মাহফুজ মুজাহিদ
এই দ্যাখো
এইখানে পুড়ে যাচ্ছে পৃথিবী আমার
নিস্তবব্ধ জমিনে যেমন পোড়ে ঘামে ভেজা শরীর
ঐখানে কেউ নেই
এইখানটা শুন্য পড়ে থাকে শশ্মান
আগুন লালে ঝলসে উঠে পূর্ণিমায়
বুক পকেটের ছবিতে আঁচর লাগেনি তার...
মন্তব্য করুন