শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

যুক্তরাষ্ট্রে কোরআন ছুঁয়ে শপথ নিয়ে পুলিশ প্রধান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ৪:৪৮ পিএম | আপডেট : ৫:০১ পিএম, ২১ ফেব্রুয়ারি, ২০২০

আমেরিকার ইতিহাসে প্রথম তুর্কি বংশোদ্ভূত ব্যক্তি হিসেবে কোনো শহরের পুলিশ প্রধানের দায়িত্ব গ্রহণ করে ইতিহাস করলেন তুর্কি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিক ইব্রাহিম বেকুরা। মুসলমানদের ধর্মীয় গ্রন্থ পবিত্র কোরআন ছুঁয়েই যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের পেটারসন শহরের পুলিশ প্রধান হিসেবে শপথ নিলেন তিনি।

জানা গেছে, ৬০ বছর বয়সী ইব্রাহিম বেকুরা দীর্ঘ ৩০ বছর ধরে আমেরিকার পুলিশ বিভাগে চাকরি করছেন। চলতি মাসের শুরুর দিকে পেটারসন শহরের সিটি হলে এক অনুষ্ঠানে শহরের প্রথম মুসলিম পুলিশ প্রধান হিসাবে মেয়র আন্দ্রে সায়ঘের কাছে তিনি শপথ নেন। এ ঘটনায় এর মধ্যে সর্বত্র আলোড়ন সৃষ্টি হয়েছে। আর সারা বিশ্বের মুসলমানদের প্রশংসায় ভাসছেন ইব্রাহিম বেকুরা।

ইব্রাহিম বেকুরা ছোটবেলা থেকেই পরিবারের সঙ্গে পেটারসন শহরে বাস করছেন। আর এখন তিনি শহরটির প্রধান পুলিশ কর্মকর্তা হিসাবে নিয়োগ পেলেন। সূত্র: খালিজ টাইমস।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন