শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

যশোরে ৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

যশোর ব্যুরো : | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

যশোরে কবরস্থান খুঁড়ে ৫টি আগ্নেয়াস্ত্র ও ৭২ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। অস্ত্র-গুলি হেফাজতে রাখার অভিযোগে আটক করা হয়েছে পিতা ও পুত্রকে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গতকাল ভোরে যশোর সদর উপজেলার সিরাজসিংহা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক ও স্বীকারোক্তি মোতাবেক অস্ত্র-গুলি উদ্ধার করে। আটককৃতরা হলো, সিরাজসিংহা গ্রামের আব্দুল হক গাজী ও তার ছেলে আব্দুল হালিম গাজী। যশোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রাব্বানি জানান, তিনি জানতে পারেন সিরাজসিংহা গ্রামের আব্দুল হক গাজী ও তার ছেলে হালিম গাজী অস্ত্র মজুদ করে রেখেছে। তিনি কোতয়ালী থানার ওসিসহ পুলিশ টিম নিয়ে অভিযানে নেমে সফল হন। প্রথমে সিরাজ সিংগার বাড়ি থেকে পিতা-পুত্রকে আটক করে তাদের দেয়া তথ্যমতে বাড়ির পাশের কবরস্থান থেকে মাটি খুঁড়ে একটি নাইনএমএম পিস্তল, একটি ৭.৬৫ বোরের পিস্তল, একটি ওয়ান শুট্যার গান, দুটি পাইপগান, ৩৭ রাউন্ড শর্টগানের সীসা বুলেট, ৫ রাউন্ড এসএমজির বুলেট, ৩০ রাউন্ড নাইনএমএমের গুলি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, আটক পিতা-পুত্রের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন