আর্কলাইট ফিল্মসের সাসপেন্স থ্রিলার ‘অরোরা’তে একজন মহাশূন্যচারীর ভূমিকায় অভিনয় করবেন মেগান ফক্স। পিট ব্রিজেস, টোবি গিবসন এবং স্টুয়ার্ট উইলিসের চিত্রনাট্যে ‘অরোরা’ পরিচালনা করবেন লাজার বড্রোজা। “শক্তিশালী নারী চরিত্র নিয়ে চলচ্চিত্র নির্মাণ অব্যাহত রাখতে পেরে আমরা আনন্দিত। ‘অরোরা’ মহাশূন্যের পটভূমিতে উত্তেজনাপূর্ণ ভিজুয়াল ইফেক্টস ভরা চলচ্চিত্র। অতীতের দানবের বিরুদ্ধে যুদ্ধের জন্য মেগান চরিত্রটিতে সঠিক বাছাই। এমন মনোমুগ্ধকর কাহিনী নিয়ে টোবি, লাজার আর বড্রোজার সঙ্গে আবার কাজ করতে পারছি বলে খুব ভাল লাগছে, ” আর্কলাইটের চেয়ারম্যান গ্যারি হ্যামিল্টন বলেন। চলচ্চিত্রটি এক নারী মহাশূন্যচারীর গল্প যে সৌর ঝড়ের কারণে পৃথিবী ধ্বংস হবার উপক্রম হলে তা রোধ করতে মহাকাশে যায়। “সে আবিষ্কার করে সৌর ঝড়ের শকওয়েভ সময়কে বদলে দেয় যা পৃথিবীর ধ্বংসের কারণ হতে পারে। সার্বিয়াতে মে মাসে শুটিং শুরু হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন