বিশ্বব্যাপী আতঙ্ক ছড়ানো করোনাভাইরাসের কারণে স্পেনের একটি হোটেল বন্ধ করে দিয়েছে হোটেল কর্তৃপক্ষ। স্পেনের স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম 'বিবিসি'।
স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের টেনেরিফের ওই হোটেলটির নাম 'এইচ ১০ কোস্টা আজেজে প্যালেস'। ওই হোটেলের অতিথি ইতালিয়ান এক চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে হোটেল কর্তৃপক্ষ। এতে হোটেলে বন্দী হয়ে পড়েছে কয়েকশ অতিথি।
করোনাভাইরাসে আক্রান্ত ওই চিকিৎসক ইতালির লম্বার্ডি অঞ্চলের বাসিন্দা। করোনাভাইরাস সংক্রমিত রোগ কোভিড-১৯ আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ইতালিতে সাতজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া করোনাভাইরাসে দেশটিতে আক্রান্ত হয়েছেন ২২৯ জন।
এছাড়াও বিশ্বব্যাপী এ ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭৬৩ জনে এবং আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯ হাজার ৬৫৮ জনে।
মন্তব্য করুন