বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

‘অসমাপ্ত আত্মজীবনী’ পাঠ্য করতে লিগ্যাল নোটিস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৪ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির জন্য লিগ্যাল নোটিস পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সুপ্রিমকোর্ট বারের অ্যাডভোকেট তানজিম আল ইসলাম এ নোটিস দেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যানকে এই নোটিস দেয়া হয়।
নোটিসে বিবাদীদের লক্ষ্য করে বলা হয়, আপনারা নিজ নিজ ক্ষেত্র অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’র কিছু অংশ উচ্চ মাধ্যমিক পর্যায়ে এবং সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রতিটি বিভাগে পাঠ্য হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। নোটিস প্রাপ্তির তিন দিনের মধ্যে গ্রন্থটি উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় পর্যাযে পাঠ্য করার জন্য উচ্চমাধ্যমিক পর্যায়ের বিশিষ্ট শিক্ষাবিদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষকে নিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি এবং বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কয়েক জন বিশিষ্ট শিক্ষাবিদ, সরকারি- বেসরকারি বিশ্ববদ্যালয়ের বর্তমান এবং সাবেক কয়েক জন ভিসিকে নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করবেন। পরবর্তীতে কমিটির মতামতের ভিত্তিতে বিষয়টি টি চূড়ান্ত করার জন্য নোটিসে অনুরোধ জানানো হয় নোটিসে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন