সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শ্রীমঙ্গলের রাজপথ মিছিলে মিছিলে উত্তাল

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ৫:০৯ পিএম

ভারতের দিল্লীতে মুসলিম গণহত্যা এবং মসজিদ-মাদরাসা ও মুসলমানদের বাড়ি-ঘর, সহায়-সম্পদের উপর অগ্নিসংযোগ ও হামলার প্রতিবাদে বিক্ষোভ আর প্রতিবাদ মিছিলে উত্তাল শ্রীমঙ্গলের রাজপথ। শুক্রবার বাদ জুমা বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ্ ও তালামীযে ইসলামিয়ার উদ্যোগে শ্রীমঙ্গল জামে মসজিদ থেকে শহরে বিক্ষোভ মিছিল বের হয়ে শ্রীমঙ্গল চৌমুহনাসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনা পয়েন্টে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আল ইসলাহ সাধারণ সম্পাদক কাজী মাওলানা মো. নাছির উদ্দিন’র সভাপতিত্বে ও তালামীয সভাপতি ছাত্রনেতা সোহাগ আহমদ’র পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আল ইসলাহ যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা মো. রাশিদ আলী, আল ইসলাহ উপলাজেলা র্নিবাহী সদস্য ও সাবেক পৌর সাধারণ সম্পাদক সাংবাদিক আনোয়ার হোসেন জসিম, আল ইসলাহ পৌর শাখার যুগ্ন সাধারন সম্পাদক জননেতা ফয়েজ আহমদ’সহ প্রমুখ। সমাবেেেশ বক্তগণ বলেন, খুনি মোদি মুসলমানের শত্রু, মুসলমাদের হত্যা, মসজিদে অগ্নিসংযোগ ও হামলার করে পৃথিবীর মুসলমানদের ঈমানে আঘাত করেছে। বক্তাগণ সরকারের প্রতি দাবী জানান, মুজিব বর্ষে যেন খুনি মোদি কে বাংলাদেশে আসতে দেওয়া না হয়। অন্যতায় এই দেশের মুসলমানরা কটুর আন্দোলন গড়ে তোলবে। ভারতীয় মুসলমানদের সাহায্য কামনা করে সমাবেশে মোনাজাত করেন শ্রীমঙ্গল জামে মসজিদের খতিব মাওলানা মো. আব্দুল কুদ্দুস নিজামী। সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশে শ্রীমঙ্গল থানা পুলিশ সার্বিক সহযোগিতা করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Md.Imad uddin ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ৭:৩৬ পিএম says : 0
Alhamdulillah
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন