সিলেটের লালবাজার এলাকায় একটি আবাসিক হোটেলের পাঁচ তলায় অগ্নিকাণ্ড ঘটেছে। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে ওই এলাকার লাভলী হোটেলের পাঁচতলায় এ ঘটনা ঘটে।
রাতে হঠাৎ করে হোটেলের পাঁচতলায় টিনশেড কক্ষে আগুন লাগলে খবর পেয়ে দমকল বাহিনীর তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সিলেট দমকল বাহিনীর স্টেশন অফিসার যীশু তালুকদার বলেন, হোটেলের পাঁচতলায় স্টাফদের কক্ষে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
তিনি বলেন, আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না। পরে তদন্ত সাপেক্ষে এটি জানানো যাবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন