সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ক্ষুদে লেখিকা মিহিকার বই

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০২০, ১২:০২ এএম

দশ বছরের লেখিকা মিহিকা খান। কানাডার ভ্যানকুভার জন্ম নেয়া মিহিকা বছরের কিছু সময় কানাডায় আর কিছু সময় বাংলাদেশে কাটায়। সে ঢাকার কানাডিয়ান ট্রিলিনিয়াম স্কুলে পড়ার পাশাপাশি ভ্যানকুভারের ব্র্যান্টফোর্ড এলিমেন্টারি স্কুলেও পড়াশোনা করে। ছোটোবেলা থেকেই মিহিকার শখ বই পড়া ও ছবি আঁকা। ধীরে ধীরে পিয়ানো বাজানো আর প্রোগ্রামিংয়ে আগ্রহ জন্মে মিহিকার। তবে, লেখালেখি তার ছোট্ট এ জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এ বছর অমর একুশে গ্রন্থমেলায় তরফদার প্রকাশনী থেকে প্রকাশিত হয় মিহিকার দ্বিতীয় গ্রন্থ ‘যখন আমি ছোট’। বইটির প্রচ্ছদও এঁকেছে মিহিকা নিজেই। ইতিমধ্যেই, বইটি শিশুদের মাঝে বেশ জনপ্রিয়তা পেয়েছে। মিহিকা জানায়, খুব ছোট থেকেই সে বই পড়ে। তার পরিবারের সবাই এ ব্যাপারে তাকে উৎসাহিত করে আসছে। সে আরও বই লিখতে চায়। মিহিকার বাবা-মা তাকে অনুপ্রাণিত করে যাচ্ছে নিয়মিত লেখার জন্য। উল্লেখ্য, গত বছর একুশে গ্রন্থমেলায় তার লেখা প্রথম বই ‘গানওয়ালা ও লিওনার্ডো’ প্রকাশিত হয়। এ বইটিও বেশ জনপ্রিয়তা পায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন