শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

শেষ আটে পা দিয়ে রাখল ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২০, ১২:০০ এএম

ইংলিশ প্রিমিয়ার লিগে বারবার ছন্দ হারানো ম্যানচেস্টার ইউনাইটেড ইউরোপা লিগে দারুণ এক জয় পেয়েছে। পরশু অস্ট্রিয়ার ক্লাব এলএসকে-কে উড়িয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠার পথে এগিয়ে গেছে উলে গুনার সুলশারের দল। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি এড়াতে দর্শকশ‚ন্য মাঠে গড়ায় ম্যাচটি। শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচটি ৫-০ গোলে জেতে ইউনাইটেড।

ম্যাচের ২৮তম মিনিটে ডি-বক্সের মুখ থেকে জোরালো উঁচু শটে সফরকারীদের এগিয়ে নেন নাইজেরিয়ার ফরোয়ার্ড ওদিওন ইঘালো। জায়গা থেকে নড়ার সুযোগ পাননি গোলরক্ষক। ৫৮তম মিনিটে এক ডিফেন্ডারকে কাটিয়ে ডি-বক্সে ঢুকে আরেকজনকে সুযোগ না দিয়ে নিচু শটে বল জালে পাঠান ইংলিশ মিডফিল্ডার ড্যানিয়েল জেমস। এবারও জায়গায় দাঁড়িয়ে দেখেন গোলরক্ষক। ৮২তম মিনিটে প্লেসিং শটে স্কোরলাইন ৩-০ করেন হুয়ান মাতা। তিন মিনিট যোগ করা সময়ে আরও দুবার লক্ষ্যে বল পাঠিয়ে দুই লেগের লড়াইয়ের ফল যেন অনেকটাই নিশ্চিত করে ফেলে ম্যানচেস্টারের দলটি। গোল দুটি করেন ম্যাসন গ্রিনউড ও আন্দ্রেয়াস পেরেইরা। ফিরতি লেগে আগামী বৃহস্পতিবার ওল্ড ট্র্যাফোর্ডে মুখোমুখি হওয়ার কথা ছিল দু’দলের। তবে উয়েফা আপাতত সেই দিনের সূচি স্থগিত করেছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন