শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

জনসচেতনতা সভা

| প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২০, ১২:০০ এএম


গতকাল চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশন’র উদ্যোগে ‘সু-স্বাস্থ্য’ প্রতিষ্ঠানে করোনাভাইরাস সংক্রমণ নিয়ে এক জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়। এতে মূল বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. এম এ ফয়েজ। স্থানীয় জনগণকে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ এড়িয়ে চলতে তিনি হাঁচি-কাশির শিষ্টাচার অনুসরণ, বারবার সাবান-পানি দিয়ে হাত ধোয়ার ওপর গুরুত্বারোপ করেন। করোনাভাইরাস সন্দেহ হলে এবং সেবাদানকারি স্বাস্থ্যসেবা কর্মীদের নিয়ম অনুযায়ী মাস্ক পড়তে হবে।

করোনাভাইরাস আক্রান্ত দেশ থেকে ফেরত আসা লোকজনকে নিজ দ্বায়িত্বে নিজ বাড়িতে আলাদা রুমে ১৪ দিন সংঘনিরোধ (সেলফ কোয়ারিন্টিইন) থাকতে হবে। যদি সন্দেহ হয় তাহলে স্থানীয় উপজেলা হাসপাতালে জরুরি ফোন নাম্বার কিংবা আইইডিসিআর’র হটলাইন নাম্বারে যোগাযোগের পরামর্শ দেয়া হয়। করোনাভাইরাস বৈশ্বিক জরুরি স্বাস্থ্য সমস্যা হওয়ার পরিপ্রেক্ষিতে সবাইকে নিজ নিজ দায়িত্বপূর্ণ আচরণ এবং স্বাস্থ্য বিধি-বিধান অনুসরণের তাগিদ দেয়া হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন