বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) দিনব্যাপী নানা আয়োজনের পরে শহীদ ডা. মিলন হলে জাতির পিতা বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে শত পাউন্ড কেক কাটলেন ভিসি প্রফেসর ডা. কনক কান্তি বড়ুয়া। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, চিকিৎসক, ছাত্রছাত্রী, কর্মকর্তা, নার্স ও সকল শ্রেণীর কর্মচারীদের সাথে নিয়ে এই কেক কাটেন তিনি। মঙ্গলবার (১৭ মার্চ) রাত ৮টা ৩০ মিনিটে ভিসি অত্যন্ত আনন্দঘন পরিবেশে ১০০ মোমবাতি প্রজ্জ্বলন করে কেক কেটে উপস্থিত সকলের মাঝে নিজ হাতে বন্টন করেন এবং পরবর্তীতে কেকের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের শিশু বিভাগ, শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগ এবং শিশু কিডনী বিভাগে ভর্তিকৃত শিশুদের মাঝে বন্টন করা হয়। এ সময় প্রো-ভিসি ডা. মো. শহীদুল্লাহ সিকদার, ডা. সাহানা আখতার রহমান, ডা. মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সার্জারি অনুষদের ডীন ডা. মো. জুলফিকার রহমান খান, ডেন্টাল অনুষদের ডীন ডা. গাজী শামীম হাসান, নার্সিং অনুষদের ডীন ডা. মো. মনিরুজ্জামান খান, রেজিস্ট্রার ডা. এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক, গ্রন্থাগারিক ডা. মো. হারিসুল হক, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. কে এম তারিকুল ইসলাম প্রমুখসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, অফিস প্রধান, চিকিৎসক, ছাত্রছাত্রী, কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন