বুধবার, ২২ মে ২০২৪, ০৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সিলেটে ৬৩৪ জন কোয়ারেন্টাইনে

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২০, ৭:২৩ পিএম

সিলেটে করোনাভাইরাস ঠেকাতে সতর্কতা হিসেবে সিলেটের বিভিন্ন স্থানের ৬৩৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বুধবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন। বিভাগের সিলেট জেলায় ৪২১ জন, সুনামগঞ্জ জেলায় ৪০ জন, মৌলভীবাজার জেলায় ১৫১ জন এবং হবিগঞ্জে ২২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কোয়ারেন্টাইনে রাখা ব্যক্তিদের সিংহভাগই প্রবাসী এবং তাদের আত্মীয়স্বজন। ডা. আনিসুর রহমান বলেন, ‘আমরা গত ১০ মার্চ থেকে কোয়ারেন্টাইনের হিসাব রাখছি। যারা বিদেশ থেকে আসছেন, তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। আজ সকাল ৮টা পর্যন্ত বিভাগে ৬৩৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।’ এর মধ্যে গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে নতুন যুক্ত হয়েছেন ২০২ জন।

সিলেটের বিভাগীয় কার্যালয়ের পরিচালক (স্বাস্থ্য অধিদপ্তর) ডা. দেবপদ রায় বলেন, ‘হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের বিষয়ে আমরা খোঁজ রাখছি। আক্রান্ত বেশিরভাগই বিদেশ ফেরত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন