মুজিববর্ষ উপলক্ষে বেনাপোল বন্দরের সঙ্গে ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে একদিনের জন্য সব ধরনের আমদানি-রফতানি বাণিজ্যের কার্যক্রম বন্ধ ছিল। তবে গতকাল সকাল ৯টা থেকে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল জানান, সকাল থেকে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে। ব্যবসায়ীরা যাতে দ্রুত পণ্য খালাস করতে পারেন তার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা নাসিদুল হক জানান, সকাল থেকে এ পর্যন্ত ভারতের ৩৮টি পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। অন্যদিকে বেনাপোল বন্দর থেকে ৩১টি পণ্যবাহী ট্রাক ভারতের পেট্রাপোল বন্দরে গিয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন