শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বাহরাইনে পবিত্র জুমার নামাজ স্থগিত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২০, ১২:৩৩ পিএম

বাহরাইনে আজ শুক্রবার (২০ মার্চ) থেকে পরবর্তী বিজ্ঞপ্তি দেওয়া না পর্যন্ত জুমার নামাজ স্থগিত করা হয়েছে। তবে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা হবে।

গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) দেশটির সুন্নি এন্ডোমেন্সট অধিদপ্তর ঘোষণা দিয়ে বলেছে যে, করোনাভাইরাস বিস্তার রোধ ও পূর্ববর্তী সকল উদ্যোগের অংশ হিসাবে ২০ মার্চ শুক্রবার থেকে দেশের সকল মসজিদে শুক্রবারের খুতবা ও নামাজ স্থগিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় যে, শনিবার (২১ মার্চ) থেকে এটি পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত শুধু বাহরাইন জুড়ে তাদের ইভেন্ট হলগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাহরাইনের নিরাপত্তা ও সুরক্ষা কামনা করে অধিদপ্তর আরো জানায়, প্রতিদিনের ৫ ওয়াক্তের নামাজ স্বাভাবিকভাবে মসজিদে অনুষ্ঠিত হবে। এদিকে করোনা ভাইরাসে বাহরাইনে এখন পর্যন্ত ২৭২ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন একজন। এ পর্যন্ত মোট ১৭ হাজার ২২ জনের ভাইরাস পরীক্ষা করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন