শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

শিল্পীদের সবচেয়ে বড় স্বীকৃতি দর্শকপ্রিয়তা -ইন্তেখাব দিনার

মারুফ সরকার : | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০২০, ১২:০২ এএম

পছাটপর্দার অভিনেতা ইনেমশখাব দিনার। মঞ্চ দিয়ে শুরু, তারপর অসংখ্য দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেছেন। টিভি নাটকের পাশাপাশি অভিনয় করেছেন কয়েকটি চলচ্চিত্রেও। বর্তমানে এ অভিনেতা কাজ করছেন একাধিক ধারাবাহিক নাটকে। নাটকের ব্যস্ততা সম্পর্কে তিনিজানান, এখন ধারাবাহিক নাটক নিয়েই ব্যস্ত আছি। বেশ কয়েকটি ধারাবাহিক নাটকে অভিনয় করছি। এনটিভিতে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘পরের মেয়ে’। সৈয়দ জিয়াউদ্দিনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন হাবিব শাকিল। নাটকটি অন্যান্য নাটক থেকে অনেকটাই ব্যতিক্রম। এছাড়া এক ঘণ্টার নাটকেও কাজ করছি, তবে কম।’ বর্তমানে নাটকে দর্শকের আর আগের মতো আগ্রহ নেই। এই দৈন্যদশা থেকে পরিত্রাণ চান দিনার। তিনি বলেন, ‘দর্শক ফিরে আসুক। তারা আবার বাংলা নাটক দেখুক। অন্য পেশার সঙ্গে এ পেশার পার্থক্য হচ্ছে আমরা যেমন অর্থ পাই তেমনি দর্শকদের প্রশংসা পাই। সেটা যখন একজন শিল্পী না পায় তখন হতাশ লাগে। কাজের প্রতি শিল্পীর আগ্রহ কমে যায়। তাই আমি চাই, দর্শক ফিরে আসুক। দর্শক না ফিরলে ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে। অভিনয় শিল্পীদের রাষ্ট্রীয় স্বীকৃতির ব্যাপারে দিনার বলেন, ‘শিল্পীদের সবচেয়ে বড় স্বীকৃতি হচ্ছে দর্শকপ্রিয়তা। পারিশ্রমিকের বাইরে তারাই শিল্পীদের কাজের মূল অনুপ্রেরণা। তবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির প্রশ্নটা খুবই যুক্তিসঙ্গত। অভিনয়শিল্পীদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত। কারণ শিল্পীরা পাবলিক ফিগার। তারা সমাজে নানাভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যে সমাজে শিল্প ও শিল্পীর কদর থাকে সেই সমাজ প্রশংসিত হয়। কারণ আমরা এর মাধ্যমে আমাদের সংস্কৃতিকে তুলে ধরি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন