শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

করতালি দিতে দিতে রাস্তায় গণজোয়ার, ক্ষুব্ধ সালমান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০২০, ১:৫৮ পিএম

সম্প্রতি দেশের জনগণকে জরুরি পরিসেবায় যুক্ত কর্মীদের নিরলস পরিশ্রমকে স্বীকৃতি জানাতে ব্যালকনিতে দাঁড়িয়ে মিনিট পাঁচেকের জন্য সবাইকে করতালি, বাসন, শাঁখ বাজানোর অনুরোধ করেছিলেন বলিউড অভিনেতা সালমান খান। এসময় সেখানে ভিন্ন চিত্র দেখেছে দেশবাসী।

সারাদিন ঘরে আটকে থাকার পর দেশের নানা প্রান্তের মানুষ ওই সময় হুড়মুড়িয়ে বেরিয়ে পড়েন রাস্তায়। যেন উৎসবে মাতেন তারা। সেই দেখে স্পষ্টতই ক্ষুব্ধ সলমন খান।

নিজের সোশ্যাল অ্যাকাউন্টে ক্ষোভ উগরে দিয়ে বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে লোকদের বাড়িতে থাকতে বলা হচ্ছে WHO থেকে। কেন্দ্র থেকেও সেই আবেদন জানাচ্ছে। সেসবে কান না দিয়ে রোববার সবাই রাস্তায়! বিষয়টির গুরুত্বই বুঝছেন না কেউ!

তিনি আরও বলেন, ট্রেন-বাস বা রাস্তায় করোনা আক্রান্ত কোনও মানুষ রয়েছেন কিনা কেউ জানেন না। তাহলে কেন এখন রাস্তায় এত ভিড় করছেন সবাই? সংক্রমণ ছড়ালে তার দায় কে নেবে! তার থেকে বাড়িতে থাকা বুদ্ধিমানের কাজ নয় কী! এতে সমক্রমণ ছড়াবে না। সুস্থ থাকবেন সবাই।

ভারতে বেসরকারি মতে ৪১৫ জন করোনায় আক্রান্তের সন্ধান মিলেছে। এর মধ্যে আবার ৭ জনের ইতোমধ্যেই মৃত্যু হয়েছে। ফলে ক্রমেই বাড়ছে আতঙ্ক। গোটা বিশ্বে কমপক্ষে ১৩,০৯৯ জন মারা গেছে এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে এবং ৩.৭ লক্ষ মানুষ আক্রান্ত করোনা ভাইরাসে।

বৃহস্পতিবার, মহামারি করোনা ঠেকাতে মোদি সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি একদিনের জনতা কার্ফু পালনের উদ্যোগে সামিল হওয়ার কথা বলেন। এই দিন জরুরি পরিসেবায় যুক্ত কর্মী ছাড়া অন্যদিন বাড়িতে থাকার অনুরোধ জানিয়েছেন তিনি। সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই কার্ফু। তারই মধ্যে বিকেল ৫টায় পাঁচ মিনিট ধরে হাততালি দিয়ে অভিনন্দন জানানোর কথা বলেন। যারা প্রাণের মায়া ত্যাগ করে নিরলস সেবা করছেন জনগণের তাদের শ্রমের স্বীকৃতি দিতেই এই আহ্বান প্রধানমন্ত্রীর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন