শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

করোনা প্রাদুর্ভাবে অসচ্ছল শিল্পীদের পাশে অনন্ত

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০২০, ৫:৫২ পিএম

করোনা প্রাদুর্ভাবে অসচ্ছল শিল্পীদের পাশে দাঁড়ানো সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ী ও আলোচিত নায়ক-প্রযোজক অনন্ত জলিল। বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান ও প্রযোজক নেতা খোরশেদুল আলম খসরু।

আগামী ২৬ মার্চ বিএফডিসিতে আপৎকালীন সহায়তা করবেন এই নায়ক। এদিন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতি ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আয়োজনে দুটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে বেশ কিছু জরুরি সামগ্রী বিতরণ করবেন তিনি।

এর মধ্যে আছে চাল, ডাল, তেল, সাবান, হ্যান্ড স্যানিটাইজারসহ আরও কিছু উপকরণ।

অনন্ত জলিল বলেন, ‘ইতোমধ্যে করোনা মহামারি রূপ নিয়েছে। বিশ্ব অর্থনীতি থমকে দাঁড়িয়েছে। বিশেষ করে চলচ্চিত্র সহযোগী ও অসচ্ছল শিল্পীদের অবস্থা আরও করুণ। বর্তমান এই করুণ পরিস্থিতিতে তাদের জন্য জরুরি সেবা দেওয়ার চেষ্টা করবো।’

জায়েদ খান বলেন, ‌‌‘আমরা তার এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আগামী ২৬ মার্চ অসচ্ছল শিল্পীদের মাঝে তিনি খাদ্যসামগ্রী বিতরণ করবেন। পুরো আয়োজনে বাংলাদেশ শিল্পী সমিতি সহযোগিতা করবে।’

এদিকে শুধু চলচ্চিত্র নয়, আজকেও তিনি তার কারখানার এলাকা হেমায়েতপুরের একটি মসজিদে ৫ লাখ টাকা দান করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন