মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

করোনা সঙ্কটে অবসাদ, জার্মান মন্ত্রীর আত্মহত্যা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২০, ৭:১৪ পিএম

আত্মহত্যা করেছেন জার্মানির হেসের অর্থমন্ত্রী থমাস শেফার। রেললাইনের উপর থেকে উদ্ধার করা হয়েছে তার ছিন্নভিন্ন দেহ। করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগের জেরেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে ধারনা করা হচ্ছে।

শনিবার ফ্রাঙ্কফুর্ট এবং মাইনজের মধ্যবর্তী হোচাইম শহরে হাইস্পিড ট্রেন লাইনের উপর থেকে শেফারের ছিন্নভিন্ন দেহটি উদ্ধার হয়। প্যারামেডিকসের একটি দলই তার দেহটি উদ্ধার করেন। গোটা দেহ ছিন্নভিন্ন হয়ে যাওয়ায় প্রথমে তাকে শনাক্ত করা যায়নি।

চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়েই তিনি আত্মঘাতী হন বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যমসূত্রে জানা গিয়েছে, করোনার প্রকোপ থেকে অর্থনীতিকে কী ভাবে বাঁচাবেন তা নিয়ে দুশ্চিন্তায় ভুগছিলেন ৫৪ বছরের শেফার। ইদানীং জনমক্ষেও সে ভাবে আসছিলেন না তিনি। সূত্র: রয়টার্স।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (6)
Rownakul ahsan ২৯ মার্চ, ২০২০, ১০:২০ পিএম says : 0
এই সবাদ সঠিক হলে এটি অতান্ত দূঃসংবাদ। এই ঘটনা আবারো প্রমাণ করে জার্মানরা তাদের দেশকে কতটা ভালো বাসে। কিছু দিন আগে একটি পোষ্ট দেখলাম করোনা ভাইরাসের এই সংবাদ সঠিক হলে, এটি অতান্ত পতিসেধক আবিষ্কার করেছে জার্মানী। একটি জের করার জন্য অনেক বড়ো বড়ো দেশ, চাইছে এটির কত্রিত্ত নিতে অনেকে বড়ো বড়ো অফার দিচ্ছে, কিন্তু তারা সেই অফার তারা নিতে অস্বীকার করেছে। তারা তাদের এই ভ্যাকসিন সমস্থ পৃথিবীর সব মানুষের জন্য এটি সরবরাহ করবে। আর এখন এই ঘটনা। সত্যিই তিনি একজন প্রক্রিত দেশ প্রেমিক ছিলেন।
Total Reply(0)
Rownakul ahsan ২৯ মার্চ, ২০২০, ১০:২৪ পিএম says : 0
এই সবাদ সঠিক হলে এটি অতান্ত দূঃসংবাদ। এই ঘটনা আবারো প্রমাণ করে জার্মানরা তাদের দেশকে কতটা ভালো বাসে। কিছু দিন আগে একটি পোষ্ট দেখলাম করোনা ভাইরাসের এই সংবাদ সঠিক হলে, এটি অতান্ত পতিসেধক আবিষ্কার করেছে জার্মানী। একটি জের করার জন্য অনেক বড়ো বড়ো দেশ, চাইছে এটির কত্রিত্ত নিতে অনেকে বড়ো বড়ো অফার দিচ্ছে, কিন্তু তারা সেই অফার তারা নিতে অস্বীকার করেছে। তারা তাদের এই ভ্যাকসিন সমস্থ পৃথিবীর সব মানুষের জন্য এটি সরবরাহ করবে। আর এখন এই ঘটনা। সত্যিই তিনি একজন প্রক্রিত দেশ প্রেমিক ছিলেন।
Total Reply(0)
Mohammed Kowaj Ali khan ২৯ মার্চ, ২০২০, ১১:১৪ পিএম says : 0
কত বড় অসভ্যতা আত্বহত্যা করা। জনম জনম জাহান্নাম। আত্বহত্যা করা মহাপাপ এমনিতেই অবিশ্বাসীদের জন্য জাহান্নাম আর যদি সে বিশ্বাসী হয় আর আত্বহত্যা করে তার জানাযা পড়া নিষেধ জনম জনমের জন্য জাহান্নামী। হে বিশ্ববাসী ইসলামে দাখিল হও, দুনিয়া এবং আখেরাত করো স্বার্থক। ইনশাআল্লাহ।
Total Reply(1)
ঠাকুরচান্দ মিয়াঁ ৩০ মার্চ, ২০২০, ১২:৩২ এএম says : 3
এসব পাগলের প্রলাপ এখানে না বলাই ভালো। এসব মূর্খতা।
Mohammed Kowaj Ali khan ২৯ মার্চ, ২০২০, ১১:১৪ পিএম says : 0
কত বড় অসভ্যতা আত্বহত্যা করা। জনম জনম জাহান্নাম। আত্বহত্যা করা মহাপাপ এমনিতেই অবিশ্বাসীদের জন্য জাহান্নাম আর যদি সে বিশ্বাসী হয় আর আত্বহত্যা করে তার জানাযা পড়া নিষেধ জনম জনমের জন্য জাহান্নামী। হে বিশ্ববাসী ইসলামে দাখিল হও, দুনিয়া এবং আখেরাত করো স্বার্থক। ইনশাআল্লাহ।
Total Reply(0)
Mohammed Kowaj Ali khan ২৯ মার্চ, ২০২০, ১১:১৪ পিএম says : 0
কত বড় অসভ্যতা আত্বহত্যা করা। জনম জনম জাহান্নাম। আত্বহত্যা করা মহাপাপ এমনিতেই অবিশ্বাসীদের জন্য জাহান্নাম আর যদি সে বিশ্বাসী হয় আর আত্বহত্যা করে তার জানাযা পড়া নিষেধ জনম জনমের জন্য জাহান্নামী। হে বিশ্ববাসী ইসলামে দাখিল হও, দুনিয়া এবং আখেরাত করো স্বার্থক। ইনশাআল্লাহ।
Total Reply(0)
মোঃ জাকির হুসাইন ৪ এপ্রিল, ২০২০, ৫:৫৮ পিএম says : 0
এইটা ঠিক না ইসলাম সাপোর্ট করে না
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন